৩শ মার্কিন সেনা ইউক্রেনে

 

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইরত ইউক্রেনিয়ান ন্যাশনাল গার্ডের সদস্যদের প্রশিক্ষণ দিতে প্রায় ৩০০ মার্কিন ছত্রীসেনা ইউক্রেন পৌঁছেছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোয় তীব্র আপত্তি জানিয়েছে রাশিয়া। দেশটিতে মার্কিন ছত্রীসেনা পাঠানোয় মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি আরো বলেন, সেনা পাঠিয়ে সংঘাত নিরসন করা কোনোভাবেই সম্ভব নয়। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনী প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়, ১৭৩তম এয়ারবোর্ন ব্রিগেডের এ সৈন্যরা মঙ্গল ও বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়াভোরিভে পৌঁছান। এখানে বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াইরত ইউক্রেনের সেনাবাহিনীর তিনটি ব্যাটালিয়নকে তারা ছয় মাসের প্রশিক্ষণ দেবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউক্রেন দাবি করে আসছে রাশিয়া পূর্ব ইউক্রেনকে দেশটি থেকে বিচ্ছিন্ন করতে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে। গত ফেব্রুয়ারিতে সরকারের সাথে বিদ্রোহীদের যুদ্ধবিরতি চুক্তির পরও লড়ায়ের ঘটনা ঘটে।

Leave a comment