স্টাফ রিপোর্টার: ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এক কোটি টাকা মূল্যের ২৪ পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। যার ওজন ২৪০ ভরি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তলুইগাছা সীমান্তের নটিজঙ্গল এলাকার ডাইভারসান রোডের কাছে একটি ধানক্ষেতের সেচপাম্পের ওপর পলিথিনে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি রাত সাড়ে ৮টায় এক প্রেসব্রিফিঙে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও উপঅধিনায়ক মেজর মোজাম্মেল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের নটিজঙ্গল এলাকার ডাইভারসান রোডের কাছে অভিযান চালায়। সেখানে একটি ধানক্ষেতের সেচপাম্পের ধারে পলিথিনে মোড়নো অবস্থায় ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, চোরাচালানীরা এ সোনার বারগুলো ভারতে পাচার করছিলো। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বারগুলো রেখে সটকে পড়ে।