স্টাফ রিপোর্টার: যশোরে দু যুবককে গুলি করে খুন করা হয়েছে। সদর উপজেলার আড়পাড়া গ্রাম থেকে শুক্রবার সকাল ৯টার দিকে নিহত ওই দু যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন- সদর উপজেলার হাসিমপুর গ্রামের প্রয়াত আব্বাস তরফদারের ছেলে জয়নাল (৩৮) ও একই গ্রামের আফজেল তরফদারের ছেলে লিটু (৩৫)। এদের মধ্যে একজন আওয়ামী লীগের কর্মী। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি সিকদার আক্কাস আলী জানান, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে দু ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালমর্গে প্রেরণ করে। লাশে গায়ে গুলি ও অস্ত্রের আঘাত রয়েছে। ওসি আরও জানান, কি কারণে হত্যাকাণ্ড তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে তাদের দুজনকে কে বা কারা ফোনে ডেকে নিয়ে যায়। এরপর তাদের গুলি করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।