টিপ্পনী

খবর:(চুয়াডাঙ্গার বেগমপুরে গাঁজাসহ ছোটসলুয়ার সেলিনা গ্রেফতার)

 

মহিলারাও খাচ্ছে গাঁজা রোজ

মাদক ডেরায় নিতে পারেন খোঁজ

ফেনসিডিলের বোতল কাছে রাখে

মাঝে মাঝে মদও তারা চাখে।

 

নারী এখন বেচে বেড়ায় মদ

ওদের নিয়ে শুনবে কতো গদ

হেরোইনের চুরুটও কেউ টানে

পুরোনো এ খবর সবাই জানে।

 

ঝালাই করে নতুন করে কই

জানের জ্বালা কেমন করে সই

শুনলে এসব গায়ে লাগে কাঁটা

মহিলাদের দেখো বুকের পাটা।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment