চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের পাক্ষিক স্বরচিত সাহিত্যপাঠের আসর প্রতিধ্বনি গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সাব-রেজিস্ট্রার চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা লেখক সংঘের সহসভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিরাজনগর বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা আ.ফ.ম সিরাজ সামজী। জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসানের উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে অংশবিশেষ আবৃত্তি করেন শোনান কিংকর কুমার দে। স্বরচিত কবিতা পাঠ করেন হেলাল হোসেন জোয়ার্দ্দার, আবুল কালাম আজাদ, ইদ্রিস মণ্ডল, এমএ হামিদ, শাহিদা খাতুন, শামীমা আখতার, ময়নুল হাসান, আ.ফ.ম সিরাজ সামজী, ওমর আলী মাস্টার, আসাদুজ্জামান আশা, কিংকর কুমার দে, শাহাদাৎ হোসেন, লাবলু, লিটু আনাম লিটন, শাহাদাৎ সুমন, আজিজুল ইসলাম প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন ময়নুল, হাসান হেলাল হোসেন জোয়ার্দ্দার, আ.ফ.ম সিরাজ সামজী ও ওমর আলী মাস্টার। প্রেসবিজ্ঞপ্তি।