ইয়েমেনে বিমান হামলা জোরদার: নিহত ৩৬

 

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের বন্দরনগরী এডেনে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা জোরদার করা হয়েছে। এদিকে দেশটির তৃতীয় বৃহত্তম নগরী তায়েজেও যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। সেখানে বৃহস্পতিবার প্রেসিডেন্ট হাদির অনুগত বাহিনীর সাথে বিদ্রোহীদের লড়াইয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন জন বেসামরিক নাগরিক রয়েছে। ইয়েমেনের বৃহত্তম বিমান ঘাঁটি আল-আনাদ থেকে বের হয়ে আসা গাড়ি বহরে গতরাতে বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ সময় দুটি ট্যাংক ও চারটি সাঁজোয়াযান বিধ্বস্ত হয়েছে। প্রাদেশিক কর্মকর্তা আবেদ্রাবো আল- মিহওয়ালি হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment