মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের নেতৃত্ব দিচ্ছেন ব্রিটেনের একটি রক ব্যান্ডের সাবেক নারী সদস্য। একটি ভিডিওচিত্রে সেলি জোন্সকে আইএসের নারী সদস্যদের নেতৃত্ব দিতে দেখা গেছে। ধর্মান্তরিত হয়ে তিনি সাকিনা হোসেইন নাম গ্রহণ করেছেন। ২০১৩ সালে ৪৫ বছর বয়সী এই নারী তার ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে সিরিয়ায় আইএস যোদ্ধাদের সাথে যোগ দেন। এর পর তিনি সিরিয়ার রাকা শহরে জুনাইদ হোসেন নামের একজনকে বিয়ে করেন। নারী জিহাদিদের নিয়ে গঠিত আল-খানসা ব্রিগেডের নেতৃত্বে রয়েছেন তিনি। দুই সন্তানের মা এই মহিলাকে ভিডিওচিত্রটিতে আরবিতে কথা বলতে দেখা গেছে। এসময় তিনি একে-৪৭ রাইফেল উঁচু করে ধরে ছিলেন। এসময় তিনি ভোঁতা ছুরি দিয়ে খ্রিস্টানদের শিরশ্ছেদ করার ঘোষণা দেন। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে, ‘সন্ত্রাসী জাতি’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ইরাকে পশ্চিমাদের আগ্রাসন ও মুসলিমদেরকে হত্যা তাকে বিদ্রোহী করে তুলে।