স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, এ বছর হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হবে আগামী ১৬ আগস্ট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, এ বছর হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হবে আগামী ১৬ আগস্ট। আর শেষ হবে ১৮ সেপ্টেম্বর। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। শেষ হবে ২৮ অক্টোবর। মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ করে হজযাত্রী পরিবহন করবে। এর আগে চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ ১৪৩৫ হিজরি) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।