হাজি দানেশে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার: হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষকসহ আহত হয়েছেন ১০ জন। নিহত জাকারিয়া জাকি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। রাত আটটা থেকে ১০টা পর্যন্ত দু ঘণ্টাব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ক্যাম্পাস সূত্র জানায়, ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাস থেকে বিতাড়িত ছাত্রলীগের গ্রুপটি ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়। এ সময় দু পক্ষ গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করে। দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।