স্টাফ রিপোর্টার: স্ত্রীকে ফিরিয়ে নিতে না পেরে ঝিনাইদহ হলিধানীর আল আমিন চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বিষপান করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা দিকে তার শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে বিষপান করলে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আল আমিন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলো।
জানা গেছে, দৌলাতদিয়াড়ের বজলুর রহমানে মেয়ে শারমীনের সাথে হলিধানীর ওহাব হাজির ছেলে আল আমিনের বিয়ে হয়। গত ৬ মাস আগে শারমীন তার পিতার বাড়ি ফিরে স্বামীর সাথে সংসারে অস্বীকৃতি জানায়। গতকাল তার স্বামী আল আমিন তাকে নিতে দৌলাতদিয়াড়ে আসে। স্ত্রী শারমীনকে তার সাথে সংসার করতে অনুরোধ জানায়। এ অনুরোধে সাড়া না দিয়ে ফিরে যাওয়ার জন্য বললে আল আমিন তার স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের সামনেই বিষপান করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তার বাড়িতেও খবর দেয়া হয়। এরপরও শারমীন তার সংসারে ফেরার সম্মতি দেয়নি বলে জানা গেছে।