সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়াম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা হাজি মো. আব্দুল্লাহ শেখ, অবসরপ্রাপ্ত শিক্ষক পরিচালনা কমিটির সদস্য শওকত আলী, পিটিএ কমিটির সভাপতি নাসির উদ্দিন, সদস্য কুতুব উদ্দিন শেখ, প্রধান শিক্ষক আবু সালেহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল। জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ২ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। ১৮ এপ্রিল শনিবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।