মেহেরপুর অফিস: মেহেরপুরে গাঁজা রাখার দায়ে এক মাদকব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওই রায় দেন।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ গাঁজাসহ ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে লাল চাঁদকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০’র ক ধারায় লাল চাঁদকে ওই সাজা দেন।