বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ছোটশলুয়া গ্রামের এক মহিলাকে গ্রেফতার করেছে। আকন্দবাড়িয়া থেকে উদ্ধার করেছে ফেনসিডিল।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল বৃহস্পতিবার বিকালে মাদকবিরোধী অভিযান চালান তিতুদহ ইউনিয়নের ছোটমলুয়া গ্রামে এবং বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে। বিকেল সাড়ে ৩টার দিকে ইউনুচের দোকানের সামনে থেকে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন ছোটশলুয়া গ্রামের শওকত আলীর স্ত্রী সেলিনা খাতুনকে (৩৫)। অপরদিকে ৫টার সময় আকন্দবাড়িয়া গাঙেরধার পাড়ার জনৈক আশার বাড়ির সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন ১৬ বোতল ফেনসিডিল।