ক্রীড়া প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্টেডিয়াম একাদশ ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি অনূর্ধ্ব-১৬ দল। প্রতিযোগিতার উদ্বোধন করেন মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মধু জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন সহসম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য বদর খান, ফুটবলার নাজমুল হক শান্তি, ক্রীড়ানুরাগী আশাদুজ্জামান আশা, জেলা ছাত্রীলীগের সাবেক সহ-সভাপতি শাহজাহান আলী প্রমুখ। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার ও খাবার বিতরণ করা হয়।