তিন মাদকসেবীর ৫ হাজার টাকা করে জরিমানা
স্টাফ রিপোর্টার: তাড়ি ও গাঁজাসহ আটক তিনজনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার তথা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাফিজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন।
পুলিশসূত্রে জানা গেছে, জীবননগর থানার এএসআই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দেহাটির সুধো মিয়ার আমবাগানে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ধরা পড়ে আন্দুলবাড়িয়া স্টেশনপাড়ার মুক্তার আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩৫), একইপাড়ার আনোয়ার ফকিরের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও মিস্ত্রিপাড়ার নিপুল সাহর ছেলে সুজন সাহ (২৬) এক ভাড় তাড়ি ও গাঁজাসহ ধরা পড়ে। বিকেলে এদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে তিনজনকেই ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। দণ্ডিতরা জরিমানার টাকা দিয়ে বাড়ি ফেরে।