ঝিনাইদহের কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

 

কোটচাঁদপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের সাথে শিক্ষকের নাড়ির সম্পর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের ভালো-মন্দ সব বিষয়ে শিক্ষকদের অবগত থাকা বাঞ্ছনীয়। শিক্ষার্থীদের স্কুলড্রেস থাকলে স্কুল চলাকালীন সময়ে স্কুলের বাইরে থাকা তাদের পক্ষে সম্ভবপর হবে না। ড্রেস থাকলে স্কুল চলাকালীন সময়ে একজন শিক্ষার্থী বাজে পরিবেশে মিশতে পারে না। তাই স্কুলড্রেস থাকা বাঞ্ছনীয়। কোটচাঁদপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সুধীজনদের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শফিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীর অভিভাবকদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাও. তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন, থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, দোড়া ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক, ডা. আঞ্জুমান আরা বেগম, আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন মণ্ডল, শহীদুজ্জামান সেলিম ও প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম।