গ্রেফতারের পর পদত্যাগ করলেন দিলমা রুসেফের ঘনিষ্ঠ মিত্র

 

মাথাভাঙ্গা মনিটর: তেল কোম্পানি পেট্রোবাস সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ব্রাজিলের ক্ষমাতাসীন দল ওয়ার্কার্স পার্টির কোষাধ্যক্ষ জোয়াও ভোক্কারিকে গ্রেফতার করা হয়েছে। এরপরই তিনি পদত্যাগ করেছেন। ভোক্কারি দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের ঘনিষ্ঠ মিত্র। বৃহস্পতিবার জানিয়েছে, ভোক্কারির বিরুদ্ধে তেল কর্মকর্তা ও নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। তবে পার্টির প্রেসিডেন্ট রুই ফালকাও বলেছেন, ভোক্কারির ওপর তার এখনো বিশ্বাস আছে। এ ঘটনায় দিলমা রুসেফের ওপর আরো চাপ বাড়বে। কেননা, চার মাস আগে পুনরায় নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। তারা রুসেফের অভিশংসন দাবি করে আসছেন। দিলমা রুসেফ পেট্রোবাসের প্রধান হিসেবে অনেকদিন ধরেই দায়িত্ব পালন করেছেন। ওই সময়ই এ দুর্নীতি হয়েছে। তবে তার বিরুদ্ধে এ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠেনি। পেট্রোবাসের দুর্নীতিতে ৪০ জনেরও বেশি রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে।