সিআর মামলার আসামি গ্রেফতার

 স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গোরস্তানপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে আক্তারুজ্জামান শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি বলেছেন, শিমুল একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।