যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দেশের তালিকায় থাকছে না কিউবা

মাথাভাঙ্গা মনিটর: সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আর তার এ সিদ্ধান্তের কথা কংগ্রেসকে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে মঙ্গলবার কংগ্রেস বরাবর একটি প্রতিবেদন জমা দিয়েছেন ওবামা। এতে তিনি বলেছেন, গত ছয়মাসে কিউবা সরকার আন্তর্জাতিক কোনো সন্ত্রাসবাদে কোনো ধরনের সমর্থন দেয়নি, ভবিষ্যতেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কোনো কার্যকলাপে তারা সমর্থন দেবে না বলে প্রতিশ্রুত দিয়েছে। ৪৫ দিন পর ওবামার সিদ্ধান্ত কার্যকরী হবে। এ সময়ের মধ্যে কংগ্রেস ওবামার সিদ্ধান্তটি পর্যালোচনার সুযোগ পাবে। কেবল কংগ্রেসর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট মিলে যৌথ প্রস্তাব আনার মাধ্যমেই ওবামার এ সিদ্ধান্ত বাতিল করতে পারবে। তবে এ ধরনের কোনো কিছু হবে না বলেই ধারণা করা হচ্ছে।