মুজিবনগর দিবস পালনে দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়ন আ.লীগের মতবিনিময়

মুজিবনগর প্রতিনিধি: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনে দারিয়াপুর ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। গত মঙ্গলবার বিকেলে দারিয়াপুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

দারিয়াপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি মোস্তাকিম হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আ.লীগ নেতা আ. রশিদ, আমদাহ ইউনিয়ন আ.লীগের সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম ও দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দীনসহ দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

অপরদিকে গতকাল বুধবার বিকেলে মোনাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে মুজিবনগর দিবস পালনে মোনাখালী ইউনিয়ন আ.লীগের প্রস্ততি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ মোনাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।