মনিরামপুরের বিপ্লবকে জেলহাজতে প্রেরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া মনিরামপুরের মৃত ইলিয়াস হোসেনের ছেলে বিপ্লবকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার প্রথম স্ত্রী আলমডাঙ্গা মোচাইনগরের হোসনে আরা মুক্তার দায়ের করা মামলায় শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক বিপ্লব গোস্বামী তাক জেলহাজতে প্রেরণের আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের পিপিসহ অ্যাড. মানি খন্দকার ও অ্যাড. জীল্লুর রহমান জালাল মামলার বাদীপক্ষে বক্তব্য উপস্থাপন করেন বলে আইনজীবীসূত্র জানিয়েছে। বিপ্লব ফার্স্টক্যাপিটাল ইউনিভার্সিটির কম্পিউটার অপারেটর বলে জানিয়ে আইনজীবী বলেছেন, যৌতুকের দাবিতে নির্যাতন করে বলেই মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।