ঝিনাইদহে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সাবিনা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। নিহত সাবিনা শৈলকুপা উপজেলার যুগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলছাত্রী সাবিনা খাতুন বৈশাখি পোশাক পরে বাড়ি থেকে বিকেলে নানাবাড়ি শ্রীরামপুরে যাচ্ছিলো। পথিমধ্যে মদনডাঙ্গা বাজারে রাস্তা পারাপারের সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাবিনা মারা যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাশেম জানান, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা আধাঘণ্টা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তবে মাইক্রোবাসটি আটক করা যায়নি।