মেহেরপুর অফিস: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে এক সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের দু যুবক আহত হয়েছেন। তাদের দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মারাত্মক আহত একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুর শহরের ঘোষপাড়ার কালু শেখের ছেলে মোবারক হোসেন (২৫) মাইক্রোবাসের পার্টস কেনার জন্য জীবননগর থেকে চুয়াডাঙ্গায় মোটরসাইকেলযোগে আসছিলেন। পথে মনোহরপুর নামক স্থানে পৌঁছুলে বিপরীতগামী একটি পেঁয়াজ বোঝায় আলমসাধুর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মোবারক হোসেন ও আরোহী মাইক্রোচালক মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মৃত জাকের সর্দ্দারের ছেলে কাবের হোসেন (৩৫) মারাত্মক জখম হন। তাদের দুজনের একটি করে পা ভেঙে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। পথচারীরা তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক মোবারক হোসেনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন।
উল্লেখ্য, মাইক্রোযোগে যশোরের উদ্দেশে ভাড়ায় যাওয়ার পথে জীবননগরে মাইক্রোবাসটি নষ্ট হয়ে গেলে মাইক্রোচালক কাবের হোসেন মেহেরপুর থেকে মেকার মোবারক হোসেনকে ডেকে পাঠান। পরে জীবননগর থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় পার্টস কিনতে যাওয়ার পথে ওই দুর্ঘটনার শিকার হন তারা।