চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ২৩৫ জন : শিক্ষক দুজন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ২৩৫ জন শিক্ষক দুজন। শিক্ষার মান দিন দিন নিম্নমুখি হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করে বলেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৩৫ জন। শিক্ষক দুজন হওয়ায় দিনদিন বিদ্যালয়ের শিক্ষার মান নিম্নমুখি হচ্ছে। শিক্ষক স্বল্পতার কারণে ঠিকমতো নেয়া হয় না ক্লাস। শিক্ষকরা তাদের খেলায় খুশিমতো বিদ্যালয় পরিচালনা করে থাকেন। এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ১ জন শিক্ষক তার অফিসের কাজ শেষ করে ওঠায় কঠিন। আর ১ জন শিক্ষক কীভাবে এতোগুলো ক্লাসে পাঠদান করবেন। রাগের সরে বলে উঠলেন একই ইউনিয়নে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীর আমাদের বিদ্যালয়ের চেয়ে কম থাকলেও তাদের শিক্ষক রয়েছেন ৪-৫ জন। সেখানে ২৩৫ জন ছাত্রছাত্রীদের জন্য মাত্র দুজন শিক্ষক তাহলে আমরা কিভাবে ছাত্রছাত্রীদের পাঠদান আর অফিসের কাজকর্ম পরিচালনা করবো। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছে সচেতন অভিভাবক মহল।