রোমাঞ্চকর লড়াইয়ে হার বাংলাদেশের তরুণদের

স্টাফ রিপোর্টার: টানা দু ম্যাচ জয়ের পর দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে হারলো বাংলাদেশের তরুণরা। সাত ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হারটি ২ রানে। সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ২২৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে পারে। উদ্বোধনী জুটিতে ৬৩ রান তুললেও বড় সঞ্চয় গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় আড়াইশর নিচে আটকে থাকে তাদের ইনিংস। অতিথি দলের ডাইয়ান গ্যালিয়েম সর্বোচ্চ ৫১ রান করেন। বাংলাদেশের সালেহ আহমেদ ৪১ রানে নেন ৩ উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পিনাক ঘোষের (৯ রান) বিদায়ে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর মিডল অর্ডারের কেউ লম্বা ইনিংস খেলতে পারেননি। উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসানের ব্যাটে অবশ্য জয়ের পথেই যাচ্ছিলো বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলার পথে নাজমুল হাসান শান্ত ও জাকির হাসানের সঙ্গে দুটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন সাইফ। তবে ৭ বলের মধ্যে শান্ত ও জাকির আউট হয়ে গেলে বাংলাদেশের জয়ের আশায় আবার ভাটা পড়ে। মোসাব্বেক হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন অবশ্য বাংলাদেশকে জয়ের পথে রাখেন। পঞ্চম উইকেট জুটিতে ৭১ রান তোলেন তারা। কিন্তু আবারও ৭ বলের মধ্যে এই দুজনের উইকেট হারায় বাংলাদেশ। ৪৯তম ওভারের তৃতীয় বলে আউট হন ৩৫ রান করা মোসাব্বেক। শেষ ওভারের চতুর্থ বলে আউট হয়ে ফেরেন ৩৬ রান করা সাইফুদ্দিন। শেষ দু বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু জিয়াদ অ্যাব্রাহামস শেষ দুই বলে একটি মাত্র রান দেন। শেষ বলে তিনি তুলে নেন নিহাদুজ্জামানের উইকেট। তীরে এসে তরি ডোবে স্বাগতিকদের। শেষ ওভারে ২ রান দেওয়া অ্যাব্রাহামস ৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। শুরুর দু ম্যাচ জেতায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দু দলের চতুর্থ ইয়ুথ ওয়ানডেটি হবে আগামী বুধবার।