মোহনা মেডিসিন কর্নারের মালিকের জরিমানা

চুয়াডাঙ্গা ডিবির অভিযান : ভ্রাম্যমাণ আদালত গঠন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ নতুনবাজারের মোহনা মেডিসিন কর্নারের মালিক মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম মামুন উজ্জামান। দোকানে যৌন উত্তেজকসহ বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ রাখার দায়ে এ অর্থদণ্ডাদেশ দেয়া হয়।

জানা গেছে, মোহনা মেডিসিন কর্নারে ভারতীয় বিপুল পরিমাণের যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকারের ওষুধ রয়েছে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে ডিবির এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি অভিযান শুরু করেন। এরই এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ড্রাগ সুপার সুলতানুল আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেখানে আহ্বান জানিয়ে গঠন করা হয় ভ্রাম্যমাণ আদালত। আদালত উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত অবৈধ ওষুধ বিনষ্ট করার পাশাপাশি দোকানিকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা সাথে সাথে আদায় হয় বলে আদালতসূত্র জানিয়েছে।

Leave a comment