পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক প্রাণ

স্টাফ রিপোর্টার: পাকিস্তান সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক থাকছে প্রাণ। প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়েছে প্রতিষ্ঠানটি। মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড পাকিস্তান সিরিজের জন্য দলের পৃষ্ঠপোষক স্বত্ব কিনেছিল। পরে তাদের কাছ থেকে এই স্বত্ব কিনে নেয় প্রাণ।  সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলের নতুন জার্সি উন্মোচন করা হয়। এ সিরিজে বাংলাদেশের জার্সিতে থাকছে প্রাণের পণ্য প্রাণ ফ্রুটো এর লোগো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির বাণিজ্যিক কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ, প্রাণের সহকারী ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ও বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রায় এক মাসের সফরে সোমবার দুপুরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান দল। সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।