নোবেল বিজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস আর নেই

মাথাভাঙ্গা মনিটর: জার্মানির নোবেলজয়ী লেখক গুন্টার গ্রাস আর নেই। বিখ্যাত গ্রন্থ টিন ড্রাম-এর স্রষ্টা গুন্টার গ্রাস ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জার্মানির লুবেক শহরে একটি ক্লিনিকে গতকাল সোমবার তিনি মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সেনাবাহিনীতে কর্মরত ছিলেন গ্রাস। কিন্তু নাৎসিদের বিরোধিতা করে তিনি লেখেন টিন ড্রাম। ১৯৫৯ সালে প্রকাশিত বইটি বিশ্ব জুড়ে সাড়া ফেলে। নাৎসিদের বীভৎসতার চিত্র ফুটে উঠেছে এ বইয়ে। এছাড়াও ক্যাট অ্যান্ড মাউস ও ডগ ইয়ার্স দুটি বিখ্যাত উপন্যাস। এসব উপন্যাসে নাৎসি বাহিনীর উত্থান ও নির্মমতার কথা ফুটে উঠেছে গুন্টার গ্রাসের লেখায়। ১৯৯ সালে তাকে নোবেল পদকে ভুসিত করে সুইডিস একাডেমী। গুন্টার গ্রাস ১৯৮৬ ও সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন।