স্টাফ রিপোর্টার: বাইরে থেকে কোনো দল দেশে সফর করতে এলে বিমানবন্দরে সৌজন্যমূলক কিছু কথোপকথনের রেওয়াজটা চলেই আসছিলো। কিছু বিরল ক্ষেত্র ছাড়া সফরকারী দলের একজন প্রতিনিধি বিমানবন্দরে একটা অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করে ফেলেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট দল সেই বিরল ব্যতিক্রমের তালিকায় নাম লিখিয়ে ফেললো। নিরাপত্তার কারণে হোক বা অন্য কোনো কারণে, ঢাকায় পা রেখেই একদম খোলসে ঢুকে গেলো তারা। আজহার আলীরা নামার অনেক আগে থেকেই বিমানবন্দরে ভিড় করেছিলেন সংবাদকর্মীরা। টেলিভিশন ক্যামেরাগুলোও তৈরি ছিলো পাকিস্তানের ক্রিকেটারদের ছবি ধারণের জন্যে। কিন্তু শুরুতেই তারা আশাহত হলেন। বিসিবির পক্ষ থেকে জানানো হলো, পাকিস্তান দলের ছবি বিমানবন্দর থেকে ধারণ করা সম্ভব হবে না। এরপরই সকল সংবাদকর্মীরা পড়িমরি করে ছুটলেন হোটেলের দিকে। হোটেল কর্তৃপক্ষও আরেক কাঠি সরেস। নিরাপত্তার কারণে গণমাধ্যম কর্মীদের হোটেল লবিতেই ঢুকতে দিলেন না তারা। তবে এরই ফাঁকে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস একটু সৌজন্য রক্ষা অন্তত করলেন। তিনি অবশ্য জানালেন নিরাপত্তা নিয়ে তিনি অন্তত খুব একটা মাথা ঘামাচ্ছেন না। এ নিরাপত্তা কি কিছুটা অস্বস্তিদায়ক কি-না জানতে চাইলে তিনি সোজা জানালেন, এটা আমাদের দেখার বিষয় নয়। তবে খারাপও লাগছে না। পাকিস্তানের বাংলাদেশ সফর শুরু হবে ১৭ তারিখ থেকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে। এর আগে ১৫ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি অনুশীলন ম্যাচ খেলবে পাকিস্তান। ১৭, ১৯ ও ২২ তারিখ সিরিজের তিনটি দিবা-রাত্রির ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর একই ভেন্যুতে ২৪ এপ্রিল সন্ধ্যা থেকে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে বাংলাদেশ।