ঝড়ে লণ্ডভণ্ড খোকসা রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

আমঝুপি প্রতিনিধি: কালবোশেখির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা মল্লিকপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাঁশের চাটায় দিয়ে ঘরের টিনের চাল। গত রোববারের সন্ধ্যারাতে বয়ে যাওয়া কালবোশেখির তীব্র বাতাসে বিদ্যালয়ে বেশ কয়েকটি কক্ষের টিনের চাল উড়ে পাশের জমিতে গিয়ে পড়ে। ফলে শিক্ষার্থীরা এখন খোলা আকাশের নিচে পড়াশোনা করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন জানিয়েছেন, ১ম থেকে ৫ম শ্রেণির ছাত্রছাত্রী ২২০ জন। জরুরিভাবে শ্রেণিক্ষগুলো মেরামত না করা হলে আমাদের ছেলে-মেয়েদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হবে। বিদ্যালয়টি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ ও ২০১৪ সালে ২৭ জন উত্তীর্ণ হয়।