চুয়াডাঙ্গা এতিম খানা রোডের নতুনপাড়ার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা রোডের নতুনপাড়ার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল সোমবার সকাল ১১টায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, মাহফুজুর রহমান জোয়ার্দ্দার, মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার নুরুজ্জামানসহ এলাকাবাসী। চুয়াডাঙ্গা পৌর মেয়র বলেন, ৫৩২ ফুটের এ ফ্লাট সোলিং কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। শহরে বাস করেও এলাকার রাস্তাটি ছিলো মাটিদ্বারা নির্মিত। আমি নির্বাচনী ওয়াদা অনুযায়ী আমার সাধ্যমতো পৌরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।

Leave a comment