চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক

লা বোশেখ শান্তিপূর্ণভাবে পালনে চাই সকলের সহযোগিতা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন পয়লা বোশেখ শান্তিপূর্ণভাবে পালনে সকলের সহযোগিতা চাইলেন। এ সময় সরকারি ৫০টি দপ্তরসহ জেলার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক যুগ্মসচিব মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ছুফিউল্লাহ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান, জীবননগর উপজেলা কর্মকর্তা নূরুল হাফিজ, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, জীবননগর পৌরসভার প্যানেল মেয়র-১ মশিউর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ,ওজোপডিকোর নির্বাহী প্রকৌশলী আবু হাসান, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আসাদুজ্জামান খান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইলিশ মাছ, মাংস ও মুরগিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বেশি হচ্ছে কি-না তা তদারকির জন্য জেলা মার্কেটিং অফিসারকে দায়িত্ব দেয়া হয়। যেসকল ফিড মিল খাদ্য উৎপাদন করছে তা তদারকির জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বলা হয়েছে। খাদ্যশস্য হিসেবে গম সংগ্রহ অভিযানে প্রকৃত কৃষকদের কাছ থেকে কৃষি সহায়তা কার্ড ও গম চাষের প্রত্যয়নপত্র দেখে গম কিনতে হবে। চাষিরা ৫০ কেজি থেকে ৩ টন পর্যন্ত গম বিক্রি করতে পারবেন। দৌলাতদিয়াড়সহ শহরের বিভিন্ন স্থানে বাঁশের খুঁটিতে শ শ বিদ্যুত তাঁর ঝুলে থাকায় এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যুত বিভাগকে নির্দেশ দেয়া হয়। এছাড়া পল্লী বিদ্যুত সমিতির বকেয়া বিদ্যুত বিল দর্শনা পৌরসভা ১৯ লাখ, জীবননগর পৌরসভা ১২ লাখ, দামুড়হুদা মডেল থানা ৫৭ হাজার ও দামুড়হুদা চিৎলা স্বাস্থ্যকমপ্লেক্সের দু লাখ টাকা পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত প্রতিবন্ধী শনাক্তকরণে অনলাইনে নাম পাওয়া যাচ্ছে না। শতকরা ৭০ ভাগ রেজিস্ট্রেশন হাতে লেখা। ফলে প্রতিবন্ধীদের সুবিধা পেতে অসুবিধায় পড়তে হচ্ছে। এছাড়া প্রতিবন্ধীদের তালিকা রেজিস্ট্রেশন করতে কোনো ফিস লাগবে না বলেও সভায় আলোচনা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষক বদলি বিষয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জীবননগরে উপজেলায় শিক্ষক বদলির চাপ সৃষ্টির বিষয়ে সরকারি গণমাধ্যমের এক সাংবাদিকের নাম জড়িয়ে পড়েছে। তার হস্তক্ষেপে একজন শিক্ষক বদলি হওয়ায় ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক বর্তমানে রয়েছে। এতে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

Leave a comment