ইবিতে অনলাইন ব্যাংকিঙের ওপর পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-বিজনেস অ্যান্ড অনলাইন ব্যাংকিং অব দ্য প্রাইভেট কমার্সিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সেমিনার কক্ষে ব্যবস্থপনা বিভাগ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পিএইচডি গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহব্বত হোসেন। তিনি তার প্রবন্ধে বাংলাদেশে ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যক ব্যাংকগুলোর ই-ব্যবসা ও অনলাইন ব্যাংকিঙের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মহাব্বত হোসেনের গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা। সেমিনারটি পরিচালনা করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপিকা ড. শেলীনা নাসরীন।

Leave a comment