সন্ত্রাসী পলাশ গ্রেফতার : গুলিসহ আধুনিক পিস্তল উদ্ধার

মাগুরা থানার নবাগত ওসির দায়িত্বভার নেয়ার পর পরই সন্ত্রাসবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা থেকে বদলির আদেশ নিয়ে ইন্সপেক্টর আসাদুজ্জামান মুনসি মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ পদে যোগদানের পর পরই সন্ত্রাসবিরোধী সফল অভিযান চালিয়েছেন। নাইনএমএম পিস্তলসহ গ্রেফতার করেছেন এক সন্ত্রাসীকে। গতকাল রোববার দুপুরে মাগুরা শহরের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে পলাশ নামের সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়।

পুলিশসূত্রে জানা গেছে, মাগুরা জেলা সদরের সিতরামপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে পলাশ (২৮) দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ সে পাসপোর্ট অফিসের অদূরে অবস্থান করছে খবরে থানার নবাগত ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করেন। এ সময় হাতেনাতে ধরা পড়ে পলাশ। তার নিকট থেকে একটি নাইনএমএম পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইন্সপেক্টর আসাদুজ্জামান মুনসি চুয়াডাঙ্গা সদর থানায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে কয়েকদিন আগে বদলির আদেশ পান। তিনি মাগুরা জেলা যোগদানের পরদিনই মাগুরা সদর থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপরই পরিচালনা করেন সন্ত্রাসবিরোধী অভিযান।

Leave a comment