শীতলক্ষ্যা নদী থেকে ট্রলার উদ্ধার : নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি!

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ডুবে যাওয়া প্রাণ-আরএফএলের শ্রমিকবাহী ট্রলারটি উদ্ধার করেছে ঢাকা থেকে আসা ডুবুরি দল। তবে নিখোঁজ হওয়া কোনো শ্রমিকের সন্ধান মেলেনি। স্থানীয় সন্তানপাড়া এলাকার প্রত্যক্ষর্শী রাসেল খান ও আমান মিয়া জানান, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার প্রাণের শ্রমিক বোঝাই একটি ট্রলার কারখানার মাত্র ১০০ গজ দূরে শীতলক্ষ্যা নদীর মাঝ অংশে ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলারটি শ্রমিক বহন করে পার্শ্ববর্তী পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কারখানা ছুটি হওয়ার পর ৬০-৭০ জন শ্রমিক নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় প্রায় ২০ জনের মতো পুরুষ শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বাকীদের সন্ধান মেলেনি। তবে স্থানীয়দের ধারণা ট্রলারটিতে মোট শ্রমিকের মধ্যে নারী শ্রমিকের সংখ্যা ছিলো বেশি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাণের এক শ্রমিক সূত্রে জানা যায়, নিখোঁজের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- প্রাণ-আরএফএলের নারী শ্রমিক নূরজাহান (২৬), ফুলবানু (৩০), আকলিমা (২৪), পুরুষ শ্রমিক আব্দুল্লাহ (৩০)। বিকেলে ডুবে যাওয়া ট্রলারটির উদ্ধার কাজে ধীরগতি দেখে স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। সন্ধ্যায় ঢাকা থেকে আসা ডুবুরির দল রাত ৮টায় ট্রলারটি পানির নিচে চিহ্নিত করে এবং রাত ৯টায় তা উদ্ধার করলেও নিখোঁজ হওয়া কোনো শ্রমিকের সন্ধ্যান পায়নি। এ সময় হাজার হাজার উৎসুক জনতার ভিড় থাকলেও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।

ঘটনার পর সন্ধ্যা ৭টায় গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তিনি জানান, নদীতে কোনো নিখোঁজ শ্রমিক নেই। ডুবে যাওয়া ট্রলারটি ডুবুরির সাহায্যে উদ্ধার করা হয়েছে। প্রাণ কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) শামসুল আলম মিঞা জানান, ট্রলার ডুবিতে আমাদের কারখানার কোনো শ্রমিক নিখোঁজ নেই। যে শ্রমিক নিয়ে ট্রলারটি ডুবেছে এদের সবাই তীরে উঠতে সক্ষম হয়েছে এবং ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেছে।

Leave a comment