যশোরে পেট্টোল বোমা লিফলেটসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার: যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া ঢাকারোডের জেলা জামায়াতর অফিসের সামনে পুলিশি অভিযানের পর সেখান থেকে তিন জনকে ৩টি পেট্রোলবোমাসহ আটক দেখানো হয়েছে। একই সাথে জামায়াত ও শিবিরের ১৯টি প্রতিবাদ লিফলেট উদ্ধার দেখানো হয়েছে। এছাড়া ওই ঘটনায় আটক তিনজন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরুন্নবীসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়েছে।

কোতোয়ালী থানার এসআই জামাল উদ্দিন তার এজাহারে উল্লেখ করেছেন তিনিসহ একদল পুলিশ ১১ এপ্রিল বিকেল ৫টার দিকে গোপন সংবাদে বারান্দিপাড়ার জামায়াত অফিসের সামনে অভিযান চালান। এ সময় নাহিদুজ্জামান সাগর, খায়রুজ্জামান ও শহিদুল ইসলামকে তিনটি পেট্রোলবোমা, ১৯টি লিফলেটসহ আটক করা হয়। এ সময় তাদের সহযোগী বকচরের মাস্টার নুরুন্নবী, আকবর মাস্টার, বাদশা চেয়ারম্যান, তৌফিক, জহির, মিজান, আকবর, তরুণ, হারুন, মুন্তাজ, ইকবাল, মুন্তাজসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে পলাতক দেখিয়ে মামলা করেন।

Leave a comment