মেহেরপুরের মুজিবনগর উপজেলা মোনাখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ৮ মার্চ মোনাখালী বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পরবর্তীতে ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় যুবলীগ কর্মীদের ইচ্ছা প্রতিফলন ঘটাতে জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদর থানা যুবলীগের নেতৃবৃন্দদের আলোচনার মাধ্যমে ওই ইউপি যুবলীগের কমিটিতে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও শরিফুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক নাসির উদ্দীনকে যুগ্মসম্পাদক এবং জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১১ এপ্রিল বংলাদেশ আওয়ামী যুবলীগ মুজিবনগর উপজেলা শাখার সহসভাপতি মোস্তাফিজুর রহমান তুহিনের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হয়। -প্রেসবিজ্ঞপ্তি।