স্টাফ রিপোর্টার: আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ-পাকিস্তান হোম সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। আর এ টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। গতকাল রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। ঢাকা ও খুলনায় ইউসিবির কিছু নির্দিষ্ট শাখায় টিকিট পাওয়া যাবে। ঢাকার বসুন্ধরা, বিজয়নগর, ও মিরপুরের দুটি শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। আর খুলনার শাখা দুটি হলো খুলনা ও খান জাহান আলি শাখা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ইউক্যাশের মাধ্যমেও টিকিট কেনা যাবে। ওয়ানডের জন্য টিকিটের ন্যূনতম মূল্য ধরা হয়েছে ১০০ টাকা, সর্বোচ্চ ৩ হাজার। আর টেস্টে সর্বনিম্ন টিকিটের দাম ২০ টাকা, সর্বোচ্চ ১ হাজার টাকা। অবশ্য নির্ধারিত দামের সাথে ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত করতে হবে।
উল্লেখ্য, তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার জন্য আজ সোমবার ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৭, ১৯ ও ২২ তারিখ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ২৪ এপ্রিল। দু ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ এপ্রিল।