স্টাফ রিপোর্টার: আবেগ থেকে নয়, যুক্তি দিয়ে বিচার করেই পাকিস্তান সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপে চমৎকার খেলা দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অলরাউন্ডার মাহমুদউল্লাহ জানিয়েছেন, পারফরম্যান্সেই তাদের আত্মবিশ্বাস বেড়েছে। আগামী শুক্রবার প্রথম ওয়ানডে সিরিজে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। এরপর একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। গতকাল রোববার সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, আমাদের পারফরম্যান্সই আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশ্বকাপে আমরা ধারাবাহিক ক্রিকেট খেলেছি। এটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে। পাকিস্তান সিরিজে আমরা ফেভারিট হিসেবেই নামব। হোম কন্ডিশনে আমরা যে কোনো দলকে হারানো ক্ষমতা রাখি। শুরুটা যদি ভালো করতে পারি, তাহলে যে কোনো কিছুই সম্ভব হবে। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখা জরুরি বলে মনে করেন বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক করা মাহমুদউল্লাহ। আমার লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা। ওয়ানডে সিরিজের জন্য আমরা প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা বিসিএলে অংশ নিয়েছি, আজ থেকে ক্যাম্পও শুরু হয়েছে। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি, আমরা কি করেতে পারি। ওরা ধরে রাখতে পারলে পাকিস্তান সিরিজে ইতিবাচক ফল পাবো।
দুর্বল এইবারের বিপক্ষে সহজ জয় রিয়ালের