জীবননগর ব্যুরো: বিজিবির উপস্থিতি দেখে পেয়ে প্রায় শতাধিক বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে গেলো মাদকব্যবসায়ী। গতকাল রোববার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরিত্যক্ত অবস্থায় মেদিনীপুর বিজিবি সদস্যরা ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এছাড়াও ধোপাখালী বিওপি বিজিবি সীমান্তের মানিকপুর মাঠে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার শামসুল আরেফীন সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তে টহলদানকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগরের আব্দুর রহিমের ছেলে সবুজ মিয়া (২২) একটি বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় বিজিবি পরিত্যক্ত ওই বস্তা থেকে উল্লেখিত ফেনসিডিল উদ্ধার করে। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ধোপাখালী বিওপির কমান্ডার হাবিলদার আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মানিকপুর মাঠে এ অভিযান পরিচালনা করেন। এ সময় এক মাদকচোরাচালানী একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা পরিত্যক্ত ওই প্যাকেট থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।