স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গায় পৌঁছেছেন। তিনি গতকাল রোববার বিকেলে সংসদ ভবনস্থ বাসা থেকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বিমানযোগে সাড়ে ৫টার দিকে তিনি পৌঁছান যশোর বিমানবন্দরে। সন্ধ্যার পর তিনি চুয়াডাঙ্গা কবরীরোডস্থ নিজ বাসভবনে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সাথে কুশলবিনিময় করেন। আজ থেকে ২০ এপ্রিল পর্যন্ত স্থানীয়ভাবে কর্মসূচি দেয়া হবে বলে হুইপের সহকারী একান্ত সচিব নাসির উদ্দীন স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়েছে।