খুলনা-যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিক সমাবেশ : ৫ দফা বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার: পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধ এবং ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের নয় রাষ্ট্রায়ত্ত পাটকলে বিক্ষোভ কর্মসূচি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্ব স্ব মিলের প্রধান কার্যালয়ের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে ১১ দিনের কর্মসূচির অংশ হিসাবে এ সমাবেশ কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট পাটকলের শ্রমিকরা। পাটকলগুলো হলো খুলনার ক্রিসেন্ট জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, খালিশপুর জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল এবং যশোরের নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিল।

সমাবেশে বক্তারা অবিলম্বে ৫ দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজপথে মানববন্ধন, ১৭ এপ্রিল বিকেল ৪টায় শিল্পাঞ্চলে শ্রমিক জনসভা, ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বুকে লাল ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল, ২১ ও ২২ এপ্রিল ভোর থেকে প্রতি শিফটে মিছিল এবং ২৪ এপ্রিল বিকেল ৪টায় শিল্পাঞ্চলে জনসভা হবে।

Leave a comment