কষ্টের জয়ে শিরোপার কাছে চেলসি

মাথাভাঙ্গা মনিটর: সেস ফাব্রেগাসের শেষ দিকের গোলে মূল্যবান জয় পেয়েছে চেলসি। কুইন্স পার্ক রেঞ্জার্সকে (কিউপিআর) প্রিমিয়ার লিগ ম্যাচে একমাত্র গোলে হারিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে জোসে মরিনিয়োর দল। গোল পেতে শেষ দিকে কিউপিআরের রক্ষণভাগে প্রচণ্ড চাপ তৈরি করে চেলসি। ৮৬তম মিনিটে এডেন হ্যাজার্ডের বাড়ান বলে বক্সের মধ্যে আচমকা ছুটে এসে নেয়া শটে লক্ষ্যভেদ করেন ফাব্রেগাস। নাকে চোট পাওয়ায় এ ম্যাচে মুখে প্রতিরক্ষা আবরণ পরে খেলেন স্পেনের মিডফিল্ডার ফাব্রেগাস।

এ জয়ে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তালিকায় শীর্ষে আরও সংহত হলো চেলসির। একটি ম্যাচ বেশি খেলা আর্সেনালের চেয়ে এ মুহূর্তে ৭ পয়েন্ট এগিয়ে আছে ‘ব্লুজ’ নামে পরিচিত দলটি। নিজেদের মাঠে গতকাল রোববার চেলসিকে ভালোই চাপে রাখে কিউপিআর। প্রথমার্ধে অতিথিদের আক্রমণ থেকে নিজেদের গোলমুখ অক্ষত রাখে তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে প্রতিরোধের দেয়াল অটুট রাখতে পারেনি স্বাগতিকরা।

Leave a comment