এবারের মিস ফিনল্যান্ড রসা মারিয়া

জামান সরকার, হেলসিংকি থেকে: ফিনল্যান্ডের অউলু শহরের সুন্দরী রসা মারিয়া রুতি জিতে নিয়েছেন এবারের মিস ফিনল্যান্ডের খেতাব। ১২ই এপ্রিল রবিবার রাতে কিরক্কোনুম্মি শহরের লংভিক কংগ্রেস হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস ফিনল্যান্ড ২০১৫ এর গ্র্যান্ড ফাইনাল। এতে বিচারকদের রায়ে ‘মিস ফিনল্যান্ড ২০১৫ এর মুকুট পরিয়ে দেওয়া হয় ২০ বছর বয়সী রসা মারিয়ার মাথায়।

আসন্ন ‘মিস ওয়ার্ল্ড ২০৫’ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন এবারের মিস ফিনল্যান্ড ২০১৫ এর রসা মারিয়া। মিস ফিনল্যান্ড ২০১৫ এর গ্র্যান্ড ফিনালে পর্বে অংশ নিয়েছে ১০ জন প্রতিদ্বন্দ্বী। তারা বিচারক ও দর্শকদের সামনে তাৎক্ষণিক পারফর্মেন্সে অংশ নেয়। বিচারকদের বিভিন্ন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দেন তারা। মিস ফিনল্যান্ড প্রতিযোগিতার আসরে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে হেলসিংকি শহরের কারোলা মিল্লার ও এসপো শহর সারা আলবার্গ। ঝলমলে অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন ফিনল্যান্ডের জনপ্রিয় তারকারা।Miss Finland 2015 2