ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫ সদস্যবিশিষ্ট শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৫’র নির্বাচন আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর আগে ২২ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় তা স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, নির্বাচনের প্রস্তুতি চলছে। গতকাল রোববার শিক্ষকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৬ এপ্রিল মনোনয়নপত্র জমা নেয়া হবে। তিনি বলেন, ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিলে তা স্থগিত করা হয়। সর্বশেষ গত বছরের ১০ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।