স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না সে ব্যাপারে ১৯ এপ্রিলের পর সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সাথে সভা আছে। তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তারপর জানানো হবে।