স্টাফ রিপোর্টার: কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর ও পয়লা বোশেখ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পুলিশ, ৱ্যাব ও গোয়েন্দা সংস্থার সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন পয়েন্ট ও কূটনৈতিক পাড়াসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত সপ্তায় পুলিশ সদর দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজি ও মেট্রোপলিটন কমিশনারদের সব নির্দেশনা দেয়া হয়। ৱ্যাবের ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারদেরও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র জানায়, কামারুজ্জামানের দণ্ড কার্যকর করার পর জামায়াত-শিবির দেশব্যাপি বড় ধনের নাশকতা ঘটাতে পারে মর্মে একটি গোয়েন্দা সংস্থা সরকারকে আগেই সতর্ক করেছে। পাশাপাশি সংস্থাটি বোশেখের সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও সিনেমা হল জঙ্গিদের হামলার টার্গেট হওয়ার আশঙ্কা করেছে। এসব অনুষ্ঠানে জেএমবি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিমের মতো কোনো জঙ্গি সংগঠন নাশকতা ঘটাতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তারা আত্মঘাতী বোমা হামলাসহ যেকোনো ধরনের নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে ৱ্যাব-পুলিশ।
আইজিপির পক্ষে পুলিশ সদর দফতরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান বলেন, সন্ত্রাসী, জঙ্গি ও নাশকতাকারীদের হুমকির বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। কোনোভাবেই কাউকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। পাশাপাশি পয়লা বোশেখ যাতে মানুষ নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে জন্য যা যা করার প্রয়োজন সবই নিশ্চিত করেছে পুলিশ।