শিল্প উন্নয়নের মধ্যদিয়ে দেশ ও জাতি আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে

দর্শনা কেরুজ আকন্দবাড়িয়া জৈব সারকারখানা পরিদর্শনকালে করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন

 

বেগমপুর প্রতিনিধি: কৃষির পাশাপাশি শিল্পকারখানা গড়ে তুলে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে পারলে জাতি আত্মনির্ভরশীল হবে। আর স্বনির্ভরতাই একটি জাতির সকল উন্নয়নের মানদণ্ড। জীবনকে স্বার্থক ও সুন্দর করে গড়ে তুলতে হলে সর্বক্ষেত্রে স্বনির্ভরতার প্রয়োজন রয়েছে। তাই দেশকে শিল্প নির্ভর করে গড়ে তুলতে হবে।

গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা কেরুজ চিনিকলের আওতাধীন বেগমপুরের আকন্দবাড়িয়ায় অবস্থিত জৈব সারকারখানা পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. আবদার হোসেন, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একেএম আরশাদ হোসাইন, মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, প্রজেক্ট সমন্বয়কারী রসায়নবিদ শাখাওয়াত হোসেন, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সেলস অফিসার শাহাবুদ্দিন, সুপারভাইজার শাজাহানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।

চিনিকলসূত্রে জানা গেছে, আগামী ১৬ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আকন্দবাড়িয়ার প্রেসমাড থেকে তৈরি জৈব সারকারখানাটি উদ্বোধন করার কথা রয়েছে। সে লক্ষ্যে সারকারখানাটি পরিদর্শনে যান তিনি। উল্লেখ্য, ২০১১-১২ সালে ৭ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে প্রেসমাড থেকে জৈবসার প্রস্তুতকরণ প্রকল্পটি হাতে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।