ম্যাককালাম তাণ্ডবে চেন্নাইয়ের জয়

মাথাভাঙ্গা মনিটর: ব্রেন্ডন ম্যাককালামের অসাধারণ এক শতকে এবারের আইপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। গতকাল শনিবার দিনের প্রথম ম্যাচে চিদাম্বরাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের অধিনায়ক ম্যাককালামের অপরাজিত ১০০ রানের ইনিংসে অতিথি দল সানরাইজার্স হায়দরাবাদকে ৪৫ রানে হারায় চেন্নাই।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৯ রান করে তারা। ডোয়াইন স্মিথকে নিয়ে দলকে ভালো শুরু এনে দেন ম্যাককালাম। উদ্বোধনী জুটিতে ৮ ওভার ১ বলে ৭৫ রান তোলেন তারা। স্মিথ ২৭ বলে রান করে রানআউট হয়ে ফেরেন। তবে ৫৬ বলে ৭টি চার ও ৯টি ছয়ে ১০০ রান করে অপরাজিত ছিলেন ম্যাককালাম। তৃতীয় উইকেট জুটিতে সুরেশ রায়নাকে নিয়ে ৫ ওভার ২ বলে ১১.২৫ গড়ে ৬০ রান তোলেন ম্যাককালাম। এরপর মহেন্দ্র সিং ধোনির সাথে তার তৃতীয় উইকেট জুটিতে আসে ৬৩ রান। ৪টি চার ও ৪টি ছয়ে ২৯ বলে ৫৩ রান করেন ধোনি। চেন্নাইয়ের ৪টি আউটের তিনটিই হয় রানআউট। সানরাইজার্সের পক্ষে একটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ডেভিড ওয়ার্নার। ৪২ বলের ইনিংসটি একটি চার ও তিনটি ছয়ে সাজান। হায়দরাবাদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ করে করেন শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন। ৩টি করে উইকেট নেন চেন্নাইয়ের মোহিত শর্মা ও ডোয়াইন ব্র্যাভো।