মোবাইলফোনে নগদ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলমডাঙ্গা ঘোষবিলার এনএসবি ইটভাটা অপহৃত শ্রমিকের দু দিনেও মুক্তি মেলেনি

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলার এনএসবি ইটভাটার অপহৃত মিস্ত্রি ঈশ্বরদীর বৈকুণ্ডা গ্রামের সেকেন আলী প্রামাণিককে (৩৫) গত দু দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এলাকায় গুঞ্জন ছড়িয়েছে অপহরকচক্র অপহৃতের মোবাইলফোনে ইটভাটা মালিকের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা জামজামির ঘোষবিলা গ্রামের সোহরাব উদ্দিন ব্যাপারীর ছেলে ওয়াজ্জেদ হোসেন ওয়ালের গলায়দড়ি ব্রিজ সংলগ্ন ইটভাটায় গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে চাঁদাবাজচক্র হানা দেয়। ১০-১২ জনের একদল সন্ত্রাসী ইটভাটায় ঢুকে মালিক ওয়াল ও তার ম্যানেজার মতিয়ারকে খুঁজে না পেয়ে এ ভাটাশ্রমিক পাবনার ঈশ্বরদীর বৈকুণ্ডা গ্রামের নবীরদ্দিন প্রামাণিকের ছেলে ইটপোড়ানো মিস্ত্রি সেকেন আলি প্রামাণিককে (৩৫) অস্ত্রের মুখে জিম্মি করে। রামদা-রড-হেঁসো গলায় ধরে সহোদর বড় ভাই সহযোগী ইটপোড়াই শ্রমিক জফিরদ্দিন প্রামাণিক (৫৫) ও একই গ্রামের মাজের উদ্দিন প্রামাণিকের ছেলে শ্রমিক মারফত প্রামাণিক (২৮) পার্শ্ববর্তী দাঁসুরিয়া মাড়মি গ্রামের মাহবুল ইসলামের (২৬) চোখ-মুখ ও হাত পিঠমোড়া করে বেঁধে হাতিয়ে নেয় ৪টি মোবাইলফোন ও নগদ ৭ হাজার লুট করে। পরে তারা মিস্ত্রি সেকেন আলী প্রামাণিককে অপহরণ করে নিয়ে য়ায়। অপহৃতকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরকচক্র।